আসিফ আলতাফ  | দু্ইটি কবিতা
আসিফ আলতাফ  | দু্ইটি কবিতা
আপনার ঠোঁটের উনুন সংক্রান্ত টিপস 

একটি উনুন  ঠোঁটে নিয়ে 
 আপনি পার করে দিতে পারেন দীর্ঘ জীবন 
তবে দেখার বিষয় হলো এই—কে তাতে আগুন যোগান দিচ্ছে;

অগ্নিসংযোগের জন্য আপনি মোমবাতি না দিয়াশলাই 
ব্যবহার করছন তা কোনো ফ্যাক্টর নয় কেননা 
তাতে আগুনের কোনো তারতম্য ঘটে না;

অগ্নিবিদ্যার একটি গোপন টিপস আপনাকে দেয়া
আমার কর্তব্যের মধ্যেই পড়ে
তাই নির্দ্বিধায় বলতে পারি —উনুনকে সতেজ রাখতে
শুধু লাড়কি নয় কিছু ঘি মজুত রাখুন,

অবশ্য ঘিয়ের অগ্নিমূল্য আর ভেজালের কারণে
আপনি আমার এ পরামর্শ বাতিল করতে পারেন
সে ক্ষেত্রে আপনাকে অভয় দিয়ে বলি—

আপনি চাইলে আপতত নিজ খামারের কিছু গাওয়াঘি
আপনাকে দিতে পারি
তবে কথা দিচ্ছি বিনিময়ে আপনার উনুনের মালিকানা দাবি করবো না
আমার এ দান জনস্বার্থে ( জন+এক) এক দম বিনামূল্যে।

একটি নারকেল গাছ সংক্রান্ত ইমোশন 

কোনো শহুরে বাড়ির সামনে
 নারকেল গাছ দেখলেই আমি দাঁড়িয়ে যাই
এটা আপনার বাড়ি নয় তো;

ঠিকানা ভুলে যাওয়া আমার একটি স্বভাবজাত ত্রুটি
তাই আপনার বাড়ির ঠিকানা মনে রাখার জন্য চিহ্ন হিসেবে নারকেল গাছটাকেই বেছে নিয়েছিলাম;

কী বিড়ম্বনা দেখুন
এখন  কোনো বাড়ির সামনে নারকেল গাছ দেখলেই মনে হয় এখানে আপনি থাকেন না তো!

ভাবি —একবার ভেতরে যাই, 
আপনি দরজা খুলে দেবেন 
আমাকে দেখে হাসিমুখে বলবেন— বাইরে দাঁড়িয়ে কেন
 ভেতরে আসুন
 এক কাপ চা অন্তত:ত খেয়ে যান;

নারকেল গাছ তো যে-কারো বাড়ির সামনে থাকতে পারে
কিন্তু গ্রিলে হেলান দেয়া নারকেল গাছ দেখলেই মনে হয়
আপনি বারান্দায় চুল ছড়িয়ে দাঁড়িয়ে আছেন ;

ব্যাপারটা একদম হাস্যকর হয়ে গেল 
তাই না?

কিন্তু বলতে দ্বিধা নেই যে—  শহুরে বাড়ির সামনে
 দাঁড়িয়ে থাকা নারকেল গাছকে
আমার আপন আপন মনে হয়;

কবিদের মানুষ কতকিছুই তো বলে
আমার এ বয়ান শুনে  আপনারাও যা কিছু বলতে পারেন।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান